ফের হোঁচট খেল পথহারা ম্যানচেস্টার ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2019 12:35 AM BdST Updated: 02 Dec 2019 12:56 AM BdST
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াল ঠিকই, কিন্তু এগিয়ে যাওয়ার পরমুহূর্তেই হজম করল আরেক গোল। ফলাফল, মৌসুম জুড়ে নিজেদের খুঁজে ফেরা দলটি পয়েন্ট হারাল আবারও।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে উলে গুনার সুলশারের দল।
মৌসুম জুড়ে বারবার হোঁচট খাওয়া ইউনাইটেড ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। একাদশ মিনিটে সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে ডান পায়ের দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ।

৬৪তম মিনিটে আরেকটি সেট-পিসের ফলশ্রুতিতে এগিয়ে যায় ইউনাইটেড। ডান দিক থেকে ফ্রেদের ক্রস ঠেকাতে অ্যাস্টনের এক খেলোয়াড় হেড করলে বল চলে যায় দূরের পোস্টে ভিক্তর লেনদেলোভের কাছে। দুর্দান্ত হেডে গোলটি করেন সুইডেনের এই ডিফেন্ডার।
সুলশারের দলের এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি। ডি-বক্সের মধ্যে থেকে চমৎকার হাফ-ভলিতে স্কোরলাইন ২-২ করেন ইংলিশ ডিফেন্ডার মিঙ্গস।

আসরে এখন পর্যন্ত অপরাজিত লিভারপুল ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
দিনের আরেক ম্যাচে এভারটনকে ২-১ গোলে হারানো লেস্টার সিটি ৩২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৩ পয়েন্ট কম নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৬।
২০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে টটেনহ্যাম হটস্পার। আর নরিচ সিটির মাঠে ২-২ ড্র করা আর্সেনাল ১৯ পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ