অসংখ্য সুযোগ হাতছাড়া করে বায়ার্নের হার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2019 02:13 AM BdST Updated: 01 Dec 2019 02:21 AM BdST
বুন্ডেসলিগায় টানা সাতবারের চ্যাম্পিয়নদের সময়টা ভালো কাটছে না। কোচ বদল করেও ধারাবাহিকতার দেখা পাচ্ছে না জার্মানির সফলতম দলটি। এবার ঘরের মাঠে বায়ার লেভারকুজেনের বিপক্ষে হেরে গেল বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ২-১ গোলে জিতেছে লেভারকুজেন। ২০১২ সালের পর এই প্রথম বায়ার্নের মাঠে জিতল দলটি।
ঘরের মাঠে নবম মিনিটে এগিয়ে যেতে পারতো বায়ার্ন। সের্গে জিনাব্রির শট বারে লেগে ফিরলে পরের মিনিটে এগিয়ে যায় লেভারকুজেন। লেওন বেইলি এগিয়ে নেন লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটিকে।
গোল করতে ভুলে যাওয়া টমাস মুলার পেলেন পুরানো স্বাদ। ৩৪তম মিনিটে দলকে ফেরালেন সমতায়। লিগে ১৩৫৬ মিনিট পর বল পাঠাতে পারলেন জালে। লিগে এত লম্বা সময় গোলবিহীন থাকেননি কখনও।
সমতা ফেরানোর উচ্ছ্বাস মিলিয়ে যায় পরের মিনিটেই। আবারও দলকে এগিয়ে নেন বেইলি। এবারও তার গোলে বড় অবদান রাখেন কেভিন।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে অতিথিদের কাঁপিয়ে দেয় বায়ার্ন। সমতা ফেরানোর অনেক সুযোগ আসে দলটির সামনে। সেগুলোর একটাও কাজে লাগাতে পারেননি মুলার-জিনাব্রিরা। শেষের দিকে মাঠে নামা ফিলিপে কৌতিনিয়োও পারেননি দলকে সমতায় ফেরাতে।
দ্বিতীয়ার্ধে ৭৭তম মিনিটে ক্রসবারে লেগে ফিরে লেয়ন গোরেটস্কার হেড। ৮১তম মিনিটে লাল কার্ড দেখেন লেভারকুজেনের জোনাথন। একজন কম থাকার সুবিধা নিতে পারেনি স্বাগতিকরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ক্রসবারে লেগে ব্যর্থ হয় স্বাগতিকদের আরেকটি চেষ্টা। বায়ার্নের বিপক্ষে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লেভারকুজেন।
লিগে তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া বায়ার্ন ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। লেভারকুজেন এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে সাতে।
এদিন পাডারবর্নকে ৩-২ গোলে হারানো লাইপজিগ ২৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে শীর্ষে। এক ম্যাচ কম খেলা বরুশিয়া মনশেনগ্লাডবাখ ২৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে শালকে। হের্টা বার্লিনকে ২-১ গোলে হারানো বরুসিয়া ডর্টমুন্ড ২৩ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে