এবার ঘরের মাঠে হারল চেলসি

দারুণ ছন্দে ছুটে চলা চেলসি যেন হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেছে। এবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হেরে গেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2019, 05:02 PM
Updated : 30 Nov 2019, 08:20 PM

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার স্থানীয় সময় বিকেলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে ওয়েস্ট হ্যাম।

সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো চেলসি। লিগে টানা ছয় জয়ের পর গত শনিবার ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলে হারের চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে ভালেন্সিয়ার মাঠে ২-২ ড্র করেছিল তারা।     

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮তম মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে ধরে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার অ্যারন ক্রেসওয়েল।

৬৭তম মিনিটে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়তে পারতো চেলসি। জালে বল পাঠিয়েছিলেন অ্যান্টোনিও। কিন্তু ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি; পোস্টে লেগে আসা ফিরতি বল তার হাতে লেগে ভিতরে ঢুকেছিল।

দ্বিতীয় গোল হজম করা থেকে বাঁচলেও হার এড়াতে পারেনি চেলসি। বাকি সময়ে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।  

১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।

আরেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-০ গোলে জিতে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল, তাদের পয়েন্ট ৪০।  

দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-২ গোলে ড্র করা ম্যানচেস্টার সিটি ২৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি।   

ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ৩-২ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।