আলাভেসকে হারিয়ে শীর্ষে রিয়াল

আলাভেসকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2019, 01:57 PM
Updated : 30 Nov 2019, 04:19 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে সের্হিও রামোসের গোলে এগিয়ে যায় রিয়াল। লুকাস পেরেস সমতা টানার পর মাদ্রিদের দলটির জয়সূচক গোলটি করেন দানি কারভাহাল।

গত বছরের অক্টোবরে আলাভেসের মাঠে ১-০ গোলে হেরেছিল রিয়াল।

বেলজিয়ান ফরোয়ার্ড এদেন আজারের চোটে একাদশে সুযোগ পাওয়া গ্যারেথ বেলের হেডে ম্যাচের দশম মিনিটে এগিয়ে যেতে পারতো রিয়াল; কিন্তু বল লাগে কাছের পোস্টে।

রক্ষণ জমাট রেখে আক্রমণে মনোযোগী আলাভেসের বিপক্ষে প্রথমার্ধে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে অপেক্ষা শেষ হয় রিয়ালের। টনি ক্রসের দারুণ ফ্রি-কিকে লাফিয়ে নেওয়া হেডে কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন অধিনায়ক রামোস।

৬৫তম মিনিটে সফল স্পট কিকে ম্যাচে সমতা টানেন লুকাস পেরেস। জার্মান স্ট্রাইকার হোসেলুকে ডিফেন্ডার রামোস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

স্বাগতিকদের স্বস্তিও অবশ্য স্থায়ী হয়নি। চার মিনিট পরই রিয়ালের জয়সূচক গোলটি করেন কারভাহাল। লুকা মদ্রিচের গোলমুখে বাড়ানো দারুণ ক্রসে ইসকোর হেড গোলরক্ষকের পায়ে লেগে পোস্টে বাধা পায়। এরপর আলগা বল খুব কাছ থেকে অনায়াসে জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার কারভাহাল।

১৪ ম্যাচে ৯ জয় ও চার ড্রয়ে শীর্ষে ওঠা রিয়ালের পয়েন্ট ৩১।

এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। রোববার আতলেতিকো মাদ্রিদের মাঠে জিতলে ফের শীর্ষে ফিরবে এরনেস্তো ভালভেরদের দল।