আর্সেনালের কোচ উনাই এমেরি বরখাস্ত

দলের টানা বাজে পারফরম্যান্সের কারণে চাপের মুখে ছিলেন উনাই এমেরি। গুঞ্জন ছিল চাকরি হারাতে পারেন  আর্সেনালের কোচ। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। স্প্যানিশ এই কোচকে বরখাস্ত করেছে ইংলিশ ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2019, 10:24 AM
Updated : 29 Nov 2019, 10:54 AM

শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি জানানো হয়। দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় চাকরি হারালেন ৪৮ বছর বয়সী কোচ।

সব প্রতিযোগিতা মিলে শেষ সাত ম্যাচে কোনো জয় পায়নি আর্সেনাল। ইউরোপা লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বৃহস্পতিবার ঘরের মাঠে ২-১ গোলে হারের পর দিন এই সিদ্ধান্ত জানালো লন্ডনের ক্লাবটি।

আর্সেন ভেঙ্গারের উত্তরসূরি হিসেবে ২০১৮ সালের মে মাসে আর্সেনালের দায়িত্ব নিয়েছিলেন এমেরি।

প্রথম মৌসুমে তার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম হয় আর্সেনাল। টানা দুই জয়ে চলতি মৌসুমে লিগ শুরু করা আর্সেনাল পরের এগারো ম্যাচে জয় পেয়েছে আর মোটে দুটি। শেষ পাঁচ ম্যাচে নেই কোনো জয়। ১৩ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের আটে।

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বে থাকবেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার ফ্রেডি ইয়ুনবারি।