সোনা জিতলে ৬ লাখ, রুপা পেলে ৩ লাখ পুরস্কার

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দক্ষিণ এশিয়ান গেমসে অংশ নেওয়া অ্যাথলেট ও ফেডারেশনগুলোর জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। ব্যক্তিগত ও দলগত বিভাগে সফল হওয়া অ্যাথলেটদের সঙ্গে পুরস্কার পাবে ভালো করা ফেডারেশনগুলোও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 12:12 PM
Updated : 28 Nov 2019, 12:12 PM

আগামী ১ ডিসেম্বর নেপালের কাঠমাণ্ডু ও পোখারায় শুরু হবে এসএ গেমসের ত্রয়োদশতম আসর। ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিবে বাংলাদেশ। জাতীয় ক্রীড়া পরিষদে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি এসএ গেমস নিয়ে মত বিনিময়ে এসে পুরস্কারের ঘোষণা দেন।

“২০১৯ দক্ষিণ এশিয়ান গেমসে যারা ভালো পারফরম করবে, তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। দেড় কোটি টাকা তাদের জন্য রাখা হয়েছে। ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ীকে ৬ লাখ, রুপাজয়ীকে ৩ লাখ ও ব্রোঞ্জজয়ীকে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। এই উপহার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেওয়া হবে।”

দলগত ইভেন্টে সোনাজয়ী দলের প্রত্যেক অ্যাথলেটকে ১ লাখ, রুপাজয়ীকে ৫০ হাজার ও ব্রোঞ্জজয়ীকে ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণাও দেন রাসেল।