এসএ গেমসে ছেলেদের ফুটবলে নেই ভারত

বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল দক্ষিণ এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে খেলবে না ভারত। ভারতের না খেলায় বিষয়টি জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। গুঞ্জন শেষ হলো অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের ঘোষণায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 10:51 AM
Updated : 28 Nov 2019, 10:55 AM

নিজেদের ফেইসবুক পেজে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার ভারতের না খেলার বিষয়টি জানায়। একটি দল কমে যাওয়ায় সূচিও বদল করেছে তারা।

নতুন সূচিতে কোনো গ্রুপ থাকছে না। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ১০ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

পরিবর্তিত সূচিতে আগামী সোমবার ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জেমি ডের দল।

১৯৯৯ সালের এসএ গেমসে ছেলেদের ফুটবলে প্রথম সোনার পদক জেতা বাংলাদেশ সর্বশেষ সেরা হয়েছিল ২০১০ সালের আসরে।

গত ২২ নভেম্বর ভারতকে রেখে আগের ড্র ও সূচি দিয়েছিল এসএ গেমেসের আয়োজকরা।

বাংলাদেশের খেলার সূচি:

তারিখ

ম্যাচ

ভেন্যু

২ ডিসেম্বরভুটান-বাংলাদেশদশরথ স্টেডিয়াম, কাঠমাণ্ডু
৩ ডিসেম্বরবাংলাদেশ-মালদ্বীপদশরথ স্টেডিয়াম, কাঠমাণ্ডু
৫ ডিসেম্বরবাংলাদেশ-শ্রীলঙ্কা দশরথ স্টেডিয়াম, কাঠমাণ্ডু
৮ ডিসেম্বরনেপাল-বাংলাদেশদশরথ স্টেডিয়াম, কাঠমাণ্ডু