রোনালদো-রাউলকে ছাড়িয়ে মেসির নতুন রেকর্ড

রিয়াল মাদ্রিদের সাবেক দুই তারকা রাউল গঞ্জালেস ও ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি দলের বিপক্ষে গোল করার নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 09:36 AM
Updated : 28 Nov 2019, 01:01 PM

কাম্প নউয়ে বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। প্রতিযোগিতায় এ নিয়ে সর্বোচ্চ ৩৪টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন বর্তমান ফিফা বর্ষেসারা।

বার্সেলোনার জার্সিতে মেসির এটি ছিল ৭০০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচে গোল করা ছাড়াও দলের অন্য দুই গোলে অবদান রাখেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথমার্ধে তার বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে নেন লুইস সুয়ারেস। এর চার মিনিট পর ব্যবধান বাড়ান মেসি। দ্বিতীয়ার্ধে আবার অধিনায়কের বাড়ানো বলে গোল করেন অঁতোয়ান গ্রিজমান।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতার শেষ ষোলো নিশ্চিত করে বার্সেলোনা।