র্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, অপরিবর্তিত ব্রাজিল-আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2019 03:29 PM BdST Updated: 28 Nov 2019 04:00 PM BdST
ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। সেরা দশে ঢোকেনি নতুন কোনো দেশ। আগের অবস্থানেই আছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা।
চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে ওমানের মাঠে ৪-০ গোলে হারে বাংলাদেশ। গত মাসে র্যাঙ্কিংয়ে ৯২০ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠেছিল জেমি ডের দল। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে আবারও নেমে গেছে ১৮৭তম স্থানে। পয়েন্ট হারিয়েছে পাঁচটি।
শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন; ১ হাজার ৭৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। পরের চারটি স্থানে আছে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও উরুগুয়ে। এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ক্রোয়েশিয়া। এক ধাপ নেমে সাতে আছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।
সেরা দশের শেষ তিনটি স্থানও অপরিবর্তিত। আট, নয় ও দশে যথাক্রমে আছে স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
দশের বাইরে থাকা দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও জার্মানির উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে ইউরো বাছাইপর্বে দারুণ ছন্দে থাকা ইতালি। এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছে জার্মানি।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)