মেসি-গ্রিজমান জুটির প্রশংসায় ভালভেরদে

বার্সেলোনায় দুজনের জুটি জমছে না - লিওলেন মেসি ও অঁতোয়ান গ্রিজমানের ব্যাপারে এমন গুঞ্জন উঠেছিল কিছুদিন আগে। তবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে দুই তারকাই জ্বলে উঠলেন দারুণভাবে, প্রমাণ দিলেন নিজেদের চমৎকার বোঝাপড়ার। ম্যাচশেষে তাদের জুটিকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 07:40 AM
Updated : 28 Nov 2019, 07:45 AM

কাম্প নউয়ে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। মেসি এবং গ্রিজমান দুজনই পেয়েছেন জালের দেখা। আরেকটি গোল করেন লুইস সুয়ারেস। এই জয়ে টুর্নামেন্টে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

দলের আক্রমণভাগে মেসির সাথে গ্রিজমানের রসায়ন সময়ের সাথে সাথে ভালো হচ্ছে বলে মনে করেন বার্সেলোনা কোচ।

“তারা একসাথে অনেক সময় কাটিয়েছে। এখন তাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। তারা জানে কোথায় তাদেরকে অরক্ষিত থাকতে হবে এবং কখন পাস দিতে হবে। নিজেদের খেলায় সমন্বয় ধরে রাখে এবং খুব প্রতিভাবান বলে তারা এটা ঠিকভাবে করতে পারে।”

“বল পাস দেয়ার ক্ষেত্রে মেসি অসাধারণ। সে বল ছাড়ার সময়টা জানে এবং গ্রিজমানের সাথে ভালো বোঝাপড়া আছে তার।”