ছেলেদের ভলিবলে নেপালকে হারাল বাংলাদেশ

দক্ষিণ এশিয়ান গেমসের ভলিবলে দারুণ শুরু করেছে বাংলাদেশের ছেলেরা। জমে ওঠা ম্যাচে ৩-২ সেটে জিতেছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2019, 03:59 PM
Updated : 27 Nov 2019, 03:59 PM

ত্রিপুরেশ্বর কাভারড হলে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম সেট ২৫-২১ পয়েন্টে হারের পর ২৫-২৩ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে সমতা ফেরায় বাংলাদেশ।

তৃতীয় সেটে ২৫-১৯ ব্যবধানে হেরে আবার পিছিয়ে পড়া দল চতুর্থ সেটে ২৬-২৪ পয়েন্ট জিতে ঘুরে দাঁড়ায়। পঞ্চম ও শেষ সেটে ১৫-১২ পয়েন্টে জিতে বাংলাদেশ। বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে ছেলেরা।

মেয়েদের শুরুটা ভালো হয়নি। শুরুর দুই সেট ২৯-৯ ব্যবধানে হারের পর তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেনি মেয়েরা। হেরে যায় ২৫-১১ পয়েন্টে। আগামী শুক্রবার ভারতের সঙ্গে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

নেপালের কাঠমাণ্ডু-পোখারায় আগামী ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এসএ গেমসের ত্রয়োদশতম আসর। ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিবে বাংলাদেশ। ভলিবল আগেই শুরু হয়েছে।