গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ম্যানচেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2019 04:06 AM BdST Updated: 27 Nov 2019 05:33 AM BdST
ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে পয়েন্ট খুইয়ে কাজটা কঠিন করে তুলল ম্যানচেস্টার সিটি। তবে গ্রুপের অন্য ম্যাচে আতালান্তার মাঠে দিনামো জাগরেব হেরে যাওয়ায় গ্রুপ সেরা হয়েই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পৌঁছে গেছে পেপ গুয়ার্দিওলার দল।
‘সি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে শাখতারের বিপক্ষে ১-১ ড্র করে সিটি। এ নিয়ে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। গত সেপ্টেম্বরে শাখতারের মাঠে ৩-০ গোলে জিতেছিল তারা।
শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না সিটি। প্রথমার্ধে গোলের তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা।
৫৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ইলকাই গিনদোয়ান। ডি-বক্সে গাব্রিয়েল জেসুসকে দারুণ এক ডিফেন্স-চেরা পাস বাড়ান কেভিন ডে ব্রুইনে। ব্রাজিলের ফরোয়ার্ডকে আটকাতে গোলরক্ষক এগিয়ে এলে ফাঁকায় থাকা গিনদোয়ানকে পাস দেন জেসুস। ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার।
সিটির সঙ্গে আগের তিন দেখায় ১২ গোল হজম করলেও কোনো গোল করতে পারেনি শাখতার। এ দিন অবশ্য সফরকারীদের দ্রুতই সমতায় ফেরান বদলি মিডফিল্ডার সলোমন। ৬৯তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ইসরাইলের এই খেলোয়াড়।
পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। শাখতার দোনেৎস্কের অর্জন ৬ পয়েন্ট। আতালান্তার বিপক্ষে ২-০ গোলে হারা জাগরেবের পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে আতালান্তা।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে