দিবালার দারুণ গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ইউভেন্তুস
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2019 03:57 AM BdST Updated: 27 Nov 2019 05:33 AM BdST
পাওলো দিবালার দারুণ গোলে এগিয়ে যাওয়া ইউভেন্তুস পরে আর ব্যবধান বাড়াতে পারেনি। তবে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে ইতালির দলটি।
শেষ ষোলোয় খেলা আগেই নিশ্চিত করা ইউভেন্তুস নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের সেরা হয়েছে মাওরিসিও সাররির দল।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আতলেতিকোর জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ইউভেন্তুস। ক্রিস্তিয়ানো রোনালদো, দিবালাদের প্রচেষ্টাতেও ছিল না তেমন একটা ধার।
১৯তম মিনিটে রোনালদোর ক্রসে দিবালার হেড খুঁজে পায়নি ঠিকানা। পাঁচ মিনিট পর সাউল নিগেসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটও কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেনি আতলেতিকোকে।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কর্নারের পর ডি-বক্সের ভেতরে পাওয়া বল বুক দিয়ে নামিয়ে নিগেসের নেওয়া সাইড ভলি সোজা জমে যায় গোলরক্ষকের গ্লাভসে। সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় ২০১৫-১৬ মৌসুমের রানার্সআপ আতলেতিকোর।
৬৭তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফেদেরিকো বের্নারদেস্কির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান দ্বিগুণ হয়নি। ৭৫তম মিনিটে দিবালার বদলি নামেন গনসালো হিগুয়াইন। বাকিটা সময় দিবালার গোলটি আগলে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্তুস।
ইউরোপ সেরার আসলে আতলেতিকোর বিপক্ষে এটি ইউভেন্তুসের দ্বিতীয় জয়। আগের পাঁচ দেখায় একবার জিতেছিল ইতালির দলটি; ২০১৮-১৯ মৌসুমের শেষ ষোলোর লড়াইয়ে।
গ্রুপের অন্য ম্যাচে লোকোমোতিভ মস্কোর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা বায়ার লেভারকুজেন ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। গ্রুপ পর্ব পেরুনোর আশা ভালোভাবেই টিকে আছে বুন্ডেসলিগার দলটির।
দুটি করে জয়, হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোরও সুযোগ আছে গ্রুপ পর্ব পেরুনোর।
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
-
সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- কাচের জারে সাপের বিষের উৎস কী? গন্তব্য কোথায়?