এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ থেকে রোমানের বিদায়

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষ এককে আলো ছড়াতে পারেননি রোমান সানা। সেরা আটে ওঠার লড়াইয়ে হেরে গেছেন দেশসেরা এই আর্চার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2019, 04:24 PM
Updated : 25 Nov 2019, 04:24 PM

থাইল্যান্ডে হওয়া এই প্রতিযোগিতায় সোমবার সেরা ষোলোয় ওঠার লড়াইয়ে ৭-১ সেটের জয় পাওয়া রোমান পরের রাউন্ডে স্বাগতিক প্রতিযোগীর কাছে ৬-২ সেটে হেরে যান।

ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের হয়ে খেলা জয়ন্ত তালুকদারের কাছে ৬-৫ সেটে হেরে সেরা ষোলো থেকে বাদ পড়েছেন রিকার্ভ এককে বাংলাদেশের আরেক আর্চার মোহাম্মদ তামিমুল ইসলাম। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে চীনের প্রতিযোগীর কাছে ৬-২ ব্যবধানে হারেন।

রিকার্ভ মহিলা এককে শেষ ২৪-এর ম্যাচে ৭-৩ সেটে নাসরিন আক্তার, একই ব্যবধানে বিউটি রায় ও ৬-০ সেটে ইতি খাতুন হেরেছেন।

কম্পাউন্ড মিশ্র দলগততে ১৫৪-১৪৬ ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়ে অসীম কুমার দাস ও সুস্মিতা বণিক জুটি কোয়ার্টার-ফাইনালে উঠেন। তবে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কাছে ১৫৫-১৫৪ স্কোরে হেরে যান তারা।