ঢাকায় প্রথম সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্তর্ভুক্ত দেশগুলোর দাবাড়ুদের নিয়ে ঢাকায় হবে সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম আসর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2019, 05:28 PM
Updated : 23 Nov 2019, 05:28 PM

বাংলাদেশ দাবা ফেডারেশন শনিবার সংবাদ সম্মেলন করে জানায়, রোববার পল্টনের একটি হোটেলে এই প্রতিযোগিতা শুরু হবে।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির প্রতিযোগিতায় সার্কভূক্ত ৭টি দেশের খেলোয়াড়রা অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়া অন্য ৬টি দেশের ২২ জন খেলোয়াড় অংশগ্রহণের জন্য নাম জমা দিয়েছে বলেও জানিয়েছে ফেডারেশন।

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার, মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার, ফিদে মাস্টার ও মহিলা ফিদে মাস্টারসহ শতাধিক খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে দাবা ফেডারেশন।

উন্মুক্ত বিভাগে ১১ হাজার মার্কিন ডলার, মহিলা বিভাগে ৭ হাজার মার্কিন ডলার এবং র‌্যাপিড দাবায় ২ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।