আদালতের নির্দেশনা রুমি-মানসের পক্ষে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2019 01:01 AM BdST Updated: 22 Nov 2019 01:01 AM BdST
বাংলাদেশের হয়ে দক্ষিণ এশিয়া গেমসে খেলার দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুই টেনিস খেলোয়াড় মানস চৌধূরী ও মৌমিতা আলম রুমি। রায়ে দুই খেলোয়াড়কে জাতীয় দল নির্বাচন প্রক্রিয়ায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
তাদেরকে এসএ গেমসের দল গঠন প্রক্রিয়ায় না রাখা নিয়ে ব্যাখ্যা চেয়েছেন আদালত।
জাতীয় টেনিসে ছয়বারের চ্যাম্পিয়ন মানস পেশায় একজন দন্ত চিকিৎসক। আর রুমি চারবারের চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ে এক নম্বর খেলোয়াড়, পেশায় তিনি শিক্ষক। পেশাগত কারণে দুজনে অনুশীলনে নিয়মিত উপস্থিত থাকতে পারছিলেন না। ব্যক্তিগত উদ্যেগে চালিয়ে নিচ্ছিলেন অনুশীলন। দুজনের দাবি ছিল এসএ গেমসের দলে সরাসরি নয়, সিলেকশন পর্বে অংশ নেওয়ার। নির্বাচিত হলে এসএ গেমসে খেলার।
কিন্তু তাদের সিলেকশন পর্বে খেলার সুযোগ না দিয়ে টেবিল টেনিস ফেডারেশন জানিয়ে দিয়েছিল-অনুশীলনে না থাকলে জাতীয় দল থেকে বাদ। এ কারণে আদালতের শরণাপন্ন হয়েছিলেন তারা।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চে শুনানি শেষে গত ১৯ নভেম্বর দুই খেলোয়াড়কে জাতীয় দল নির্বাচন প্রক্রিয়ায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
“জাতীয় র্যাঙ্কিংয়ে থাকা দুই খেলোয়াড়কে কেন এসএ গেমসের দল গঠন প্রক্রিয়ায় রাখা হলো না”-এই মর্মে জাতীয় ক্রীড়াপরিষদ সচিব, ক্রীড়ামন্ত্রণালয় সচিব ও টেবিল টেনিস ফেডারেশনের সভাপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।
আগামী ডিসেম্বরে নেপালে শুরু হবে এসএ গেমসের (দক্ষিণ এশিয়ান গেমস) পরের আসর।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম