বড় জয় দিয়ে বাছাইপর্ব শেষ ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2019 01:07 AM BdST Updated: 18 Nov 2019 01:45 AM BdST
আগের ম্যাচে মন্টেনেগ্রোর জালে গোল উৎসব করে নিশ্চিত হয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকেট। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে কসোভোর বিপক্ষেও বড় জয় তুলে নিয়েছে নির্ভার ইংল্যান্ড।
‘এ’ গ্রুপের ম্যাচে রোববার ৪-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল ইংল্যান্ড। প্রথমার্ধে হ্যারি উইংসের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর শেষ দিকে জালের দেখা পান হ্যারি কেইন, মার্কাস র্যাশফোর্ড ও ম্যাসন মাউন্ট।
এ নিয়ে টানা তৃতীয় জয় পেল দারুণ ছন্দে থাকা ইংলিশরা। বাছাইপর্বে আট ম্যাচের সাতটিতেই জয় তুলে নেওয়া ইংল্যান্ড প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৩৭ বার। বিপরীতে হজম করেছে মাত্র ছয় গোল।
বড় জয় পেলেও ভালো ফুটবল উপহার দিতে পারেনি ইংল্যান্ড। ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের দেখা না পেলেও ঘরের মাঠে দারুণ উজ্জীবিত ফুটবল খেলেছে কসোভো।
৩২তম মিনিটে অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে ইংল্যান্ডকে এগিয়ে নেন মিডফিল্ডার উইংস। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল।
৭৯তম মিনিটে ছোট ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এ নিয়ে এবারের বাছাইপর্বের ৮ ম্যাচেই জালের দেখা পেলেন ইংলিশ অধিনায়ক।
চার মিনিট পর ব্যবধান আরও বাড়ান বদলি ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন তরুণ ফরোয়ার্ড মাউন্ট।
৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা চেক রিপাবলিকও মূল পর্ব নিশ্চিত করেছিল আগেই। শেষ ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে দলটি।
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন