দিল্লিতে অষ্টম সিদ্দিকুর

প্যানাসনিক ওপেনে শেষ পর্যায়ে এসে আলো ছড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। যৌথভাবে অষ্টম হয়ে দিল্লির এই প্রতিযোগিতা শেষ করেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 02:19 PM
Updated : 17 Nov 2019, 02:19 PM

দিল্লির গুরগাঁওয়ের ক্ল্যাসিক গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে রোববার তিনটি করে বার্ডি ও বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলে যৌথভাবে অষ্টম হওয়া সিদ্দিকুর জিতেছেন ৮ হাজার ৬৬৬ ডলার।

দিল্লির দুষণ ও বৈরি আবহাওয়ার কারণে চার রাউন্ড মিলিয়ে ২৮৮ পারের বদলে ২১৬ পারে খেলা হয়। চার লাখ ডলার প্রাইজমানির এই আসরে সব মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে সেরা হয়েছেন জাপানের জো হিয়ুন কিম।

প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে দারুণ খেলেছিলেন। পাঁচটি বার্ডি করে যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন মোল্লা সব মিলিয়ে পারের চেয়ে চার শট কম খেলে যৌথভাবে ৩০তম স্থানে হয়েছেন।