১০৩ জনকে নিয়ে যুব আর্চারি শুরু

ছেলে-মেয়ে মিলিয়ে মোট ১০৩ জন আর্চার নিয়ে আগামী শনিবার শুরু হচ্ছে এবারের জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2019, 12:17 PM
Updated : 15 Nov 2019, 12:17 PM

বাংলাদেশ আর্চারি ফেডারেশন শুক্রবার জানায়, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার তৃতীয় আসর।

রিকার্ভ ডিভিশনে ৩টি ও কম্পাউন্ড ডিভিশনে ২টি ক্যাটাগরিতে পুরুষ ও মহিলা একক, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে প্রতিযোগিতা হবে।

ক্যাটাগরিগুলো হচ্ছে, রিকার্ভ জুনিয়র অনুর্ধ্ব-২০, রিকার্ভ ক্যাডেট অনুর্ধ্ব-১৭, রিকার্ভ ইয়াংস্টার অনুর্ধ্ব-১৪ এবং কম্পাউন্ড জুনিয়র অনুর্ধ্ব-২০, কম্পাউন্ড ক্যাডেট অনুর্ধ্ব-১৭।

চ্যাম্পিয়নশিপে জেলা, সার্ভিসেস, বিকেএসপি ও ক্লাবসহ ১০টি দলে রিকার্ভ পুরুষ ৫৩ জন ও রিকার্ভ মহিলা ২৫ জন এবং কম্পাউন্ড পুরুষ ১৫ জন ও কম্পাউন্ড মহিলা ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবে।