বার্সেলোনায় খেলার এটা সঠিক সময় নয়: রামোস

কাতালুনিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বার্সেলোনায় এখন স্পেন জাতীয় দলের কোনো ম্যাচ আয়োজন করাটা ঠিক হবে না বলে মনে করেন সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2019, 10:28 AM
Updated : 15 Nov 2019, 10:28 AM

কদিন আগে লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোর সূচি বদলে যাওয়াকে উদাহরণ হিসেবে টানেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।

গত ২৬ অক্টোবর কাম্প নউয়ে স্বাগতিক বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা ছিল রিয়ালের। কিন্তু এর কিছু দিন আগে কাতালুনিয়ার নয়জন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার নয় থেকে তেরো বছর মেয়াদে কারাদন্ড হওয়ার পর সেখানে বিক্ষোভের সৃষ্টি হয়। পরে দুই পক্ষের সম্মতিতে ম্যাচটি আগামী ডিসেম্বেরে আয়োজনের সিদ্ধান্ত হয়।

ইউরো বাছাইপর্বে শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় কাদিস শহরে মাল্টার মুখোমুখি হবে স্বাগতিক স্পেন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ‘বার্সেলোনায় স্পেন জাতীয় দলের ম্যাচ আয়োজন’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন রামোস।

“বার্সেলোনায় স্পেনের কোনো ম্যাচ খেলার এটা সঠিক সময় নয়। যেমনটা আমরা ক্লাসিকোর বেলায় দেখেছি। আশা করি, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হবে। আমাদের দেশ সবকিছুর ভারসাম্য রাখতে পারে।”