সময়ের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার মেসি: পেলে

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখেন ফুটবল কিংবদন্তি পেলে। সুযোগ থাকলে সতীর্থ হিসেবে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে বেছে নিতেন বলেও জানিয়েছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা সাবেক এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 03:53 PM
Updated : 15 Nov 2019, 05:05 AM

মেসির পাশাপাশি ইউভেন্তুসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ও পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকেও বিশ্বসেরা ফুটবলারের কাতারে রাখছেন পেলে।

এক দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য করা মেসি ও রোনালদোর বয়স ত্রিশ পেরিয়েছে। ২০১৭ সালের অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় বনে যান নেইমার। তিন জনকে সেরার কাতারে রাখলেও মেসিকে এগিয়ে রাখেন পেলে।

কার সঙ্গে এক দলে খেলতে সবচেয়ে পছন্দ করতেন-এমন এক প্রশ্নের জবাবে গাজেত্তা দেল্লো স্পোর্তকে পেলে বলেন, “আমি মেসির কথা ভাবছি।”

“সে একজন দক্ষ ফুটবলার, গোলে অবদান রাখে, পাস দেয়, গোল করে, দারুণ ড্রিবল করে। যদি আমরা একসঙ্গে একই দলে থাকতাম, তাহলে প্রতিপক্ষকে দুই জনকে নিয়ে ভাবতে হতো, একজনকে নিয়ে নয়! বর্তমানে, মেসি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। ”