পেছালো বঙ্গবন্ধু গোল্ড কাপ

চলতি নভেম্বরের শেষ দিকে মাঠে গড়াচ্ছে না বঙ্গবন্ধু গোল্ড কাপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী বছর শুরু হবে এবারের আসর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 06:03 PM
Updated : 13 Nov 2019, 06:03 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বুধবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান সালাউদ্দিন।

“বঙ্গবন্ধু গোল্ড কাপ ২০২০ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। আমরা দশ দিন আগে বা পরে এটার আয়োজন করি, সেটা কোনো ব্যাপার নয়।”

বাফুফের দেওয়া আগের সূচি অনুযায়ী, ২১ নভেম্বরে বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ আসর শুরু হওয়ার কথা ছিল।

আগের সূচিতে শ্রীলঙ্কা, মঙ্গোলিয়ার অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। নতুন সূচিতে তারা অংশ নেবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

২০১৮ সালে সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন। প্রতিযোগিতাটির গত পাঁচ আসরে বাংলাদেশ কখনও শিরোপার স্বাদ পায়নি।