পেছালো বঙ্গবন্ধু গোল্ড কাপ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2019 12:03 AM BdST Updated: 14 Nov 2019 12:03 AM BdST
চলতি নভেম্বরের শেষ দিকে মাঠে গড়াচ্ছে না বঙ্গবন্ধু গোল্ড কাপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী বছর শুরু হবে এবারের আসর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বুধবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান সালাউদ্দিন।
“বঙ্গবন্ধু গোল্ড কাপ ২০২০ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। আমরা দশ দিন আগে বা পরে এটার আয়োজন করি, সেটা কোনো ব্যাপার নয়।”
বাফুফের দেওয়া আগের সূচি অনুযায়ী, ২১ নভেম্বরে বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ আসর শুরু হওয়ার কথা ছিল।
আগের সূচিতে শ্রীলঙ্কা, মঙ্গোলিয়ার অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। নতুন সূচিতে তারা অংশ নেবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
২০১৮ সালে সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন। প্রতিযোগিতাটির গত পাঁচ আসরে বাংলাদেশ কখনও শিরোপার স্বাদ পায়নি।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে