বঙ্গমাতা এশিয়ান ভলিবলে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় মেয়েদের

দুই সেট হেরে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা। কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 11:28 AM
Updated : 13 Nov 2019, 12:59 PM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার জমজমাট ম্যাচে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে কিরগিজস্তানেরই মুখোমুখি হবে মেয়েরা।

প্রথম সেটে কিরগিজস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ; হেরে যায় ২৫-০৯ পয়েন্টে। দ্বিতীয় সেটে মোটামুটি লড়াই করলেও বিথি-সাবিনারা চমক দেখাতে ব্যর্থ; হেরে যান ২৫-১৫ ব্যবধানে।

দুই সেটে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় সেট ২৫-২১ এবং চতুর্থ সেট ২৫-১৭ পয়েন্টে জিতে জমিয়ে তোলে ম্যাচ। দারুণ জমে ওঠা ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে।

আফগানিস্তানকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৩-০ সেটে হেরেছিল। তৃতীয় ম্যাচে নেপালের কাছেও ৩-০ সেটের হারে ফাইনালে খেলার আশা শেষ হয়ে যায়।

দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারায় নেপাল। আগামী বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে এই দুই দল মুখোমুখি হবে।

জয়ের প্রতিক্রিয়ায় বাংলাদেশ কোচ গোলাম রসুল খান মেহেদী তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করার আশাবাদ জানান।

“দুই সেটে পিছিয়ে পড়ার পর মেয়েদের বলেছিলাম ভেঙে পড়ার দরকার নেই। আত্মবিশ্বাস রাখো। ভুলগুলো করো না। খেলা ৫ সেটে গড়াবে।”

“ভুলগুলো শুধরে দেওয়ার কারণে মেয়েরা পরের সেটগুলোয় জিতেছে। কাল এই দলের বিপক্ষে (কিরগিজস্তান) খেলতে হবে। আজকের ম্যাচ নিয়ে মেয়েদের সঙ্গে কথা বলব। সেখানে আজকের ভুলগুলো দেখিয়ে দেওয়া হবে। আশা করি, কাল ভালো একটা লড়াই দিয়ে জিতব এবং তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করব।”