হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাই শেষ বাংলাদেশের

মূল পর্বে যাওয়া তো দূর অস্ত, এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে লড়াকু ফুটবলও উপহার দিতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে হেরে বাছাই থেকে ছিটকে পড়েছে দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2019, 08:20 PM
Updated : 10 Nov 2019, 08:20 PM

বাহরাইনের খলিফা স্পোর্টস স্টেডিয়ামে রোববার ‘ই’ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে ২-১ ব্যবধানে ভূটানের কাছে হারে বাংলাদেশ।

বাছাইয়ে জয়হীন থাকল বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের কাছে ৩-০ গোলে হেরে বাছাই শুরু করা পিটার টার্নারের দল দ্বিতীয় ম্যাচে জর্ডানের সঙ্গে ১-১ ড্র করেছিল।

অষ্টাদশ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটান ম্যাচে ফেরে ৬৫তম মিনিটে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে খান্দো দর্জির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভুটান।

২০২০ সালে উজবেকিস্তানের বসবে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল আসর। স্বাগতিক উজবেকিস্তান ছাড়া ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপসহ মোট ১৬ নিয়ে হবে মূল পর্বের খেলা।