বঙ্গমাতা এশিয়ান ভলিবলে হার বাংলাদেশের মেয়েদের

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় থাকতে পারেনি বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৩-০ সেটে হেরেছে মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2019, 05:09 PM
Updated : 10 Nov 2019, 05:09 PM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার ২৫-১৬ পয়েন্টে প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দারুণ লড়াইয়ের পর হেরে যায় ২৭-২৫ ব্যবধানে।

তৃতীয় সেটেও দুই দলের লড়াই জমেছিল কিন্তু ২৫-২২ পয়েন্টে হেরে যায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩-০ সেটে হারিয়ে আসা বাংলাদেশ।

আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ, আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও নেপাল-এই পাঁচ দলের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল আগামী ১৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে।