জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2019 09:59 PM BdST Updated: 10 Nov 2019 10:33 PM BdST
মৌসুমে বারবার পথ হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর পেয়েছে জয়ের দেখা। নিজেদের মাঠে তারা হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোব অ্যালবিওনকে।
ওল্ড ট্রাফোর্ডে রোববার ৩-১ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল। এই জয়ে এক লাফে পয়েন্ট তালিকার চৌদ্দ নম্বর থেকে সাতে উঠে এসেছে ম্যানচেস্টারের দলটি।
লিগে টানা চার ম্যাচ জয়শূন্য থাকার পর অক্টোবরের শেষ সপ্তাহে নরিচ সিটির বিপক্ষে জিতেছিল ইউনাইটেড। তবে পরের ম্যাচেই বোর্নমাউথের মাঠে ১-০ গোলে হেরে বসে তারা।
ম্যাচের প্রথম ২০ মিনিটেই দুটি সৌভাগ্যসূচক গোল পেয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে লুইস ডাঙ্কের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় সফরকারী দলটি। কিন্তু মার্কাস র্যাশফোর্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটি।
ম্যাচের ১৭তম মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। দুই মিনিট পর তাদের আরেকটি প্রচেষ্টায় বল ডেভি পোপারের গায়ে লেগে জালে জড়ায়। ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।
ম্যাচের ৬৪তম মিনিটে ব্যবধান কমায় ব্রাইটন। দুই মিনিট পরেই মাশির্য়ালের কাট-ব্যাক পেয়ে ঠাণ্ডা মাথায় উঁচু শটে স্কোরলাইন ৩-১ করেন র্যাশফোর্ড।
লিগে ১২ ম্যাচে এটি ইউনাইটেডের চতুর্থ জয়, ড্র ও হারও সমান চারটি করে। তাদের পয়েন্ট ১৬। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা লিভারপুল।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ