থাইল্যান্ডে শেষ দিনেও বিবর্ণ সিদ্দিকুর

থাইল্যান্ড ওপেনের শেষ দিনেও ঘুরে দাঁড়াতে পারলেন না সিদ্দিকুর রহমান। টানা তিন রাউন্ডে বাজে খেলে যৌথভাবে ৭১তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2019, 10:32 AM
Updated : 10 Nov 2019, 10:32 AM

থাই কান্ট্রি ক্লাবে রোববার শেষ রাউন্ডে দুটি ‘বোগি’ করে পারের চেয়ে দুই শট বেশি খেলেন সিদ্দিকুর।

চার রাউন্ড মিলে পারের চেয়ে মোট পাঁচ শট বেশি খেলে তিন জনের সঙ্গে যৌথভাবে ৭১তম হয়েছেন ৩৪ বছর বয়সী এই গলফার।

প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ১২ জনের সঙ্গে যৌথভাবে ২৮তম স্থানে ছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে ১৩ জনের সঙ্গে যৌথভাবে ৪৯তম স্থানে ছিলেন তিনি। আর শনিবার পারের চেয়ে তিন শট বেশি খেয়ে নেমে যান ৬৮তম স্থানে।

২০১০ সালে ব্রুনাই ওপেন জেতা সিদ্দিকুর ২০১৩ সালে ইন্ডিয়ান ওপেনে সেরা হয়ে নিজের দ্বিতীয় ও সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছিলেন।

পারের চেয়ে মোট ১১ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের জন ক্যাটলিন।