৫ সপ্তাহ মাঠের বাইরে বার্সেলোনার সেমেদো

পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার রাইট ব্যাক নেলসন সেমেদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2019, 09:23 AM
Updated : 10 Nov 2019, 09:23 AM

লা লিগায় শনিবার কাম্প নউয়ে দারুণ জয়ের ম্যাচে এই চোট পান সেমেদো। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্তা ভিগোকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচের ২৩তম মিনিটে বাম পায়ের মাংশপেশিতে চোট পেয়ে উঠে যান সেমেদো। তার বদলি নেমে ম্যাচের শেষ গোলটি করেন সের্হিও বুসকেতস।

২৫ বছর বয়সী সেমেদোর প্রায় পাঁচ সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার বিষয়টি রোববার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায় বার্সেলোনা।

লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে লেগানেস, বরুশিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, মায়োর্কা, ইন্টার মিলান ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন না সেমেদো। তবে আগামী ১৮ ডিসেম্বর হতে যাওয়া মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে তিনি সুস্থ্ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

চলতি মৌসুমে সেমেদো বার্সেলোনার হয়ে অধিকাংশ ম্যাচে খেলেছেন। দলের প্রয়োজনে কখনও কখনও লেফট ব্যাকেও খেলেন এই পর্তুগিজ।