ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন বার্সা কোচ

বার্সেলোনার সাম্প্রতিক পারফরম্যান্সে সমালোচনার মুখে পড়েছেন কোচ এরনেস্তো ভালভেরদে। যে কোনো সময় তিনি ছাঁটাই হতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তবে কঠিন সময়ে দলের পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2019, 12:39 PM
Updated : 9 Nov 2019, 12:39 PM

লা লিগায় শনিবার বাংলাদেশ সময় রাত দুইটায় নিজেদের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। এর আগে সংবাদ সম্মেলনে তার প্রতি দলের পূর্ণ আস্থা আছে বলে জানান ভালভেরদে।

“ভবিষ্যত আমাকে ভাবায় না। (জোজেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে) খেতে গিয়েছিলাম…ক্লাব সব সময় আমাকে সমর্থন দেয় এবং এতে আমি সম্মানিত বোধ করি।”

লিগে ১১ ম্যাচে তিনটিতে হেরেছে বার্সেলোনা, একটি করেছে ড্র। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও দলের পারফরম্যান্স আশানুরূপ নয়।

টানা দুই ম্যাচ জয়হীন থেকে কাম্প নউয়ে সেল্তার বিপক্ষে খেলতে নামছে লা লিগা চ্যাম্পিয়নরা। লিগে লেভান্তের কাছে ৩-১ গোলে হারের পর গত মঙ্গলবার ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাহার বিপক্ষে গোলশূন্য ড্র করে বার্সেলোনা।