সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু ঢাকায়

বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের ২৪৫ জন অ্যাথলেট নিয়ে শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 11:25 AM
Updated : 7 Nov 2019, 11:25 AM

জাতীয় ক্রীড়া পরিষদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ৬০টি ক্যাটাগরিতে ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ ও সিনিয়র বিভাগে পদকের লড়াই হবে এবার।

এ আসর দিয়ে আগামী ডিসেম্বরে নেপালের কাঠমাণ্ডু ও পোখারায় হতে যাওয়া দক্ষিণ এশিয়ান গেমসের আগে নিজেদের অ্যাথলেটদের প্রস্তুতি নেওয়ার ভালো সুযোগ বলে মনে করেন কারাতে ফেডারেশনের সভাপতি দুর্নীতি দমন কমিশনের প্রধান ড. মো: মোজাম্মেল হক খান।

“খেলোয়াড়রা কিছুদিন আগে মালয়েশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে তারা অনুশীলনের মধ্যে থাকবে। এসএ গেমসে মাঠে নামার আগে এটা খেলোয়াড়দের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে কাজ করবে।”

“এই টুর্নামেন্টের মাধ্যমে অন্য দেশগুলো আমাদের সক্ষমতা দেখবে। জানবে বাংলাদেশে কারাতে খেলা হয়। বর্তমানে আমাদের কারাতের অবস্থান ভালো।”