পাঁচ দল নিয়ে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওয়েমন্স সেন্ট্রাল ভলিবল

প্রথমবারের মতো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 09:01 AM
Updated : 7 Nov 2019, 09:57 AM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, স্বাগতিক বাংলাদেশসহ পাঁচ দল নিয়ে আগামী শনিবার শুরু হবে এবারের আসর।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ, আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও নেপাল-এই পাঁচ দলের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল আগামী ১৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

২০১৩ সাল পর্যন্ত মেয়েদের ভলিবলের কার্যক্রম ছিল। এরপর সাংগঠনিক ও আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। সাবেক খেলোয়াড়দের হাত ধরে বছর দুয়েক নতুন করে পথচলা শুরু করা মেয়েদের নিয়ে তাই এবারের আসরে বড় কিছুর প্রত্যাশা নেই ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর।

“মেয়েদের সিনিয়র দলটা আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছিল। গত তিন মাস ধরে প্রশিক্ষণ চলেছে। যথেষ্ট খেলোয়াড় আমাদের নেই। তাই মেয়েরা মোটামুটি খেলা উপহার দিলেই তা আমাদের জন্য যথেষ্ট।”

“ভালো ফল আসবে, শুরুতে এটা বলতে চাই না। ভালো ফলের ব্যাপারে আমরা আশাবাদীও নই। শুধু মেয়েরা ভালো খেলবে-এই আশাবাদ আমাদের। এই টুর্নামেন্ট দিয়ে আমরা কিছুটা হলেও বুঝতে পারব, আমাদের মেয়েদের ভলিবল কোন পর্যায়ে আছে।”