ইকার্দির গোলে শেষ ষোলোয় পিএসজি

প্রথমার্ধে দলকে এগিয়ে নিলেন মাউরো ইকার্দি। বিরতির পর গোল শোধে মরিয়া চেষ্টা করেও কেইলর নাভাসের দৃঢ়তায় পারল না ক্লাব ব্রুজ। টানা চতুর্থ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 10:07 PM
Updated : 6 Nov 2019, 10:45 PM

‘এ’ গ্রুপের ম্যাচে বুধবার ঘরের মাঠে ১-০ গোলে জেতে ফরাসি চ্যাম্পিয়নরা। ক্লাব ব্রুজের মাঠে প্রথম দেখায় ৫-০ গোলে জিতেছিল টমাস টুখেলের দল।
২২তম মিনিটে পরিকল্পিত এক আক্রমণে এগিয়ে যায় শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজি। ডান দিক থেকে কলিন দাগবার বাড়ানো পাস ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে যান ইকার্দি। ঠান্ডা মাথায় নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ছোট ডি-বক্সের মধ্যে থাকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বিরতির আগে ব্যবধান আরও বাড়তে পারত। তবে বেলজিয়ান গোলরক্ষক সিমোন মিনোলের দৃঢ়তায় ব্যর্থ হয় আনহেল দি মারিয়া, ইকার্দির চেষ্টা।

৫০তম মিনিটে দারুণ দক্ষতায় ক্লাব ব্রুজের আক্রমণ রুখে দেন নাভাস। ৭৪তম মিনিটে পিএসজি অধিনায়ক চিয়াগো সিলভা ডি-বক্সে বাজে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। এবারও স্পট কিক ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে প্যারিসে আসা নাভাস।

৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে গালাতাসারাইকে ঘরের মাঠে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া রিয়ালের সংগ্রহ ৭ পয়েন্ট।