অলিম্পিকের কোটা প্লেসের আশা শেষ বাকির

দোহার এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল আব্দুল্লাহ হেল বাকির জন্য টোকিও অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার শেষ সুযোগ। কিন্তু ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে বাজে করে সুযোগটি নষ্ট করেছেন বাংলাদেশের এই শুটার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 01:52 PM
Updated : 6 Nov 2019, 01:52 PM

কাতারের দোহায় কোয়ালিফিকেশন রাউন্ডে ৬২৩ দশমিক ১ স্কোর গড়ে ৫৯ প্রতিযোগীর মধ্যে ১৭তম হন গত কমনওয়েলথ গেমসে রুপা জেতা বাকি। বাংলাদেশের আরেক শুটার রাব্বী হাসান ৬১৪ দশমিক ৩ স্কোর নিয়ে হন ৪৩তম।

এই ইভেন্টের পদকের লড়াইয়ে ওঠা আট জনের মধ্যে সর্বশেষ প্রতিযোগীর স্কোর ৬২৫ দশমিক ৭। বাছাই পেরিয়ে পদকের লড়াইয়ে উঠতে পারলে ২০২০ সালের টোকিও অলিম্পিকে কোটা প্লেস পাওয়ার সুযোগ থাকত বাকির।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করেছেন সৈয়েদা হাসান। ৬২২ দশমিক ৫ স্কোর গড়ে ৬২ প্রতিযোগীর মধ্যে ২১তম হয়েছেন সৈয়েদা। এই ইভেন্টে পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সবশেষ জনের স্কোর ৬২৭ দশমিক ৯।

১০ মিটার এয়ার রাইফেলের মিশ্রতে ৬২২ দশমিক ১ স্কোর নিয়ে ১৯ জুটির মধ্যে ১১তম হয় বাকি-সৈয়েদা জুটি।