ঘুরে দাঁড়িয়ে ৩ গোল দিয়ে জিতল বরুসিয়া

দুই গোল হজম করে মোটেও দমে যায়নি বরুসিয়া ডর্টমুন্ড। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন গোল দিয়ে ইন্টার মিলানকে হারিয়েছে বুন্ডেসলিগার দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 09:59 PM
Updated : 5 Nov 2019, 11:03 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের  ম্যাচে নিজেদের মাঠে সেরি আর দলটিকে ৩-২ গোলে হারিয়েছে প্রতিযোগিতার ২০১২-১৩ মৌসুমের রানার্সআপ বরুসিয়া।

পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মিলান। ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন লাউতারো মার্তিনেস।

২৩তম মিনিটে রোমেলু লুকাকুর শট পোস্টে লেগে ফিরলে ব্যবধান দ্বিগুণ হয়নি। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে প্রথমার্ধের শেষ দিকে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে নেয় ইতালির দলটি। আন্তোনিওর ছোট পাসে মাতিয়াস ভেচিনোর ডান পায়ের প্লেসিং শট জালে জড়ায়।

৫১তম মিনিটে মারিও গোটশের বাড়ানো বল ডান পায়ের শটে জালে জড়িয়ে বরুসিয়াকে ম্যাচে ফেরান আশরাফ হাকিমি। ৬৪তম মিনিটে সমতায় ফেরে বরুসিয়া। প্রতিপক্ষের থ্রো ইনে তড়িৎ টোকায় পাকো আলকাসের বল বাড়ান ইউলিয়ান ব্রান্ডটকে। জার্মান ফরোয়ার্ডের নিখুঁত শটে পরাস্ত গোলরক্ষক।

দারুণভাবে ঘুরে দাঁড়ানো বরুসিয়া ৭৭তম মিনিটে এগিয়ে যায় সতীর্থের থ্রু বল থেকে হাকিমির গোলে।  ম্যাচের শেষ দিকে স্তেফানো সেনসির শট ফিরে এলে জয়ের পথে থাকে বুন্ডেসলিগার দলটি।

মঙ্গলবার গ্রুপের অন্য ম্যাচে বার্সেলোনার মাঠ থেকে গোলশূন্য ড্রয়ের তৃপ্তি নিয়ে ফিরেছে স্লাভিয়া প্রাহা। পয়েন্ট খোয়ালেও ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে এরনেস্তো ভালভেরদের দল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুসিয়া। ৪ পয়েন্ট নিয়ে ইন্টার তৃতীয় ও ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে প্রাহা।