ইসলামাবাদ থেকে সরিয়ে নেওয়া হলো ভারত-পাকিস্তান লড়াই

আবারও ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ল ক্রীড়াঙ্গনে। এবার ইসলামাবাদ থেকে সরিয়ে নেওয়া হলো ভারত-পাকিস্তান ডেভিস কাপের ম্যাচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 09:20 AM
Updated : 5 Nov 2019, 02:13 PM

অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) আবেদনে সাড়া দিয়ে সোমবার নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের কথা জানায় ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ)। এশিয়া/ওশেনিয়া অঞ্চলের ১ নম্বর গ্রুপের ম্যাচের জন্য নির্ধারিত তারিখ ২৯ ও ৩০ নভেম্বর।
 
পাকিস্তান প্রকৃত আয়োজক দেশ হওয়ায় তারাই নির্ধারণ করবে নিরপেক্ষ কোন ভেন্যুতে খেলা হবে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন ভেন্যুর কথা জানাবে পাকিস্তান টেনিস ফেডারেশন।
 
আইটিএফ-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, “খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকের নিরাপত্তাকে প্রাধান্য” দিয়ে “আইএফটি-এর স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের পরামর্শ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
 
ক্রিকেটে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে রাজনৈতিক কারণেই। ২০১৩ সালে সবশেষ সিরিজ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। পাকিস্তানে ভারত সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল ২০০৮ সালে এশিয়া কাপে।