বায়ার্নের কোচ নিকো কোভাচ বরখাস্ত

চলতি মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের দায়ে চাকরি হারাতে হলো বায়ার্ন মিউনিখের কোচ নিকো কোভাচকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 06:59 AM
Updated : 4 Nov 2019, 06:59 AM

রোববার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে খবরটি জানানো হয়। বুন্ডেসলিগায় শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর দিন এই সিদ্ধান্তের কথা জানাল জার্মান ক্লাবটি।

আইনট্রাখটের মাঠে চলতি মৌসুমে লিগে দ্বিতীয় হারের মুখ দেখে বায়ার্ন। এ ছাড়া তিনটি ম্যাচ ড্র করেছে টানা অষ্টম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে মৌসুম শুরু করা দলটি। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার চারে।

ক্লাবের সিদ্ধান্তকে যথার্থ বলে মনে করেন কোভাচ।

“সাম্প্রতিক ফলাফলগুলো এবং শেষ ম্যাচে যেভাবে আমরা খেললাম, তা আমাকে এই সিদ্ধান্তে আসতে বাধ্য করল।”

 “আমি দায়িত্ব নেওয়ার পর, আমাদের দল চ্যাম্পিয়নশিপ, ডিএফবি কাপ ও সুপার কাপ জিতেছে। দলের সঙ্গে ভালো সময় কাটালাম। ক্লাব ও দলের জন্য আমার শুভ কামনা থাকল।”

গত বছরের এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমে দলকে ঘরোয়া ডাবল জেতান কোভাচ। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিভারপুলের কাছে হেরে বিদায় নেয় জার্মানির চ্যাম্পিয়নরা।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে দলের কোচের দায়িত্বে থাকবেন সহকারী কোচ হ্যান্স ফ্লিক। আগামী শনিবার লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও দায়িত্বে থাকবেন তিনি।