ফ্রাঙ্কফুর্টে উড়ে গেল বায়ার্ন

আগের ম্যাচে ইউনিয়ন বার্লিনকে হারিয়ে জয়ে ফেরা বায়ার্ন মিউনিখ লিগে হোচট খেঁয়েছে আবারও। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠ থেকে বড় ব্যবধানের হার নিয়ে ফিরেছে নিকো কোভাচের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2019, 05:55 PM
Updated : 2 Nov 2019, 07:33 PM

বুন্ডেসলিগায় শনিবার ৫-১ গোলে হেরেছে টানা সাতবারের চ্যাম্পিয়নরা। লিগে টানা ১৬ ম্যাচ পর বায়ার্নকে হারাল ফ্রাঙ্কফুর্ট।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বায়ার্ন। নবম মিনিটে ডি-বক্সের বাইরে প্রতিপক্ষ ফরোয়ার্ড গনসালোকে ফাউল করায় প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন ডিফেন্ডার জেরোমে বোয়েটাং। পরে ভিএআরের সহায়তায় জার্মান ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

প্রতিপক্ষ দলে একজন কম থাকার সুবিধা নিয়ে চাপ বাড়াতে থাকা স্বাগতিকরা দ্রুত গোলের দেখা পায়। ২৫তম মিনিটে ফিলিপ কসতিচের গোলে এগিয়ে যাওয়ার আট মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন জিব্রিল শো।

৩৭তম মিনিটে ব্যবধান কমান দারুণ ছন্দে থাকা রবের্ত লেভানদোভস্কি। চলতি লিগে এটি পোলিশ স্ট্রাইকারের ১৩তম ও মৌসুমে ১৫ ম্যাচে ২০তম গোল।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন স্বাগতিক দলের আর্জেন্টাইন ডিফেন্ডার দাভিদ আব্রাহাম। আক্রমণের ঝড় বইয়ে দেওয়া ফ্রাঙ্কফুর্ট চতুর্থ গোল পায় ৬১তম মিনিটে। এবারের গোলদাতা মার্টিন ইন্টারেগার। ৮৫তম মিনিটে বায়ার্নের কফিনে শেষ পেরেক ঠুকে দেন গনসালো।

দশম রাউন্ডের ম্যাচে একই রাতে বেয়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। সাত জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২২। ভল্ফসবুর্ককে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ১৯।

মাইন্সকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া লাইপজিগ ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া বায়ার্ন। পঞ্চম জয়ে ১৭ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে ফ্রাঙ্কফুর্ট।