সাত মিনিটের ঝড়ে এলোমেলো বার্সেলোনা

আশানুরূপ না খেলেও লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে গেল চিত্র। সাত মিনিটের মধ্যে চ্যাম্পিয়নদের জালে তিনবার বল পাঠিয়ে অসাধারণ এক জয় তুলে নিয়েছে লেভান্তে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2019, 04:55 PM
Updated : 2 Nov 2019, 10:36 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার লা লিগার ম্যাচে ৩-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। লিগে টানা পাঁচ জয়ের পর হারের স্বাদ পেল দলটি।

আর এই পরাজয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে কাতালান ক্লাবটি।

প্রথমার্ধে সেরা রূপে দেখা যায়নি বার্সেলোনাকে। তবে বরাবরের মতো বল দখলে রেখে আক্রমণে ওঠার পরিকল্পনায় এগিয়েছে দলটি। ম্যাচের ৩২তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় তারা; তবে মেসির পাস ডান দিকে ফাঁকায় পেয়ে অঁতোয়ান গ্রিজমানের নেওয়া কোনাকুনি শট কোনোমতে পা দিয়ে ঠেকান গোলরক্ষক।

ছয় মিনিট পর সফল স্পট কিক দলকে এগিয়ে নেন দারুণ ছন্দে থাকা মেসি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা নেলসন সেমেদো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা।

লেভান্তের বিপক্ষে ২০ ম্যাচে ২২ গোল হলো আর্জেন্টাইন তারকার।

এবারের লিগে টানা তৃতীয় ও সব প্রতিযোগিতা মিলে টানা চার মাচে গোল করলেন মেসি। মৌসুমে তার মোট গোল হলো ছয়টি।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা লেভান্তে সাত মিনিটের মধ্যে তিনবার জালে বল পাঠিয়ে বদলে দেয় ম্যাচের চিত্র। উজ্জীবিত স্বাগতিকদের বিপক্ষে হঠাৎ করেই যেন কোনঠাসা হয়ে পড়ে শিরোপাধারীরা। মেসি-সুয়ারেসদের চোখে মুখে ফুটে ওঠে দুশ্চিন্তার ছাপ।

৬১তম মিনিটে নিজেদের সীমানায় ক্লেমোঁ লংলে ঠিকমতো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে দুই সতীর্থের পা ঘুরে ডি-বক্সে পেয়ে যান হোসে কাম্পানা। জোরালো শটে সমতা টানেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

দুই মিনিট পর বার্সেলোনার জালে আবার গোল। ২০ গজ দূর থেকে বুলেট গতির শটে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড বোরহা মায়োরাল।

জোড়া গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তৃতীয় গোল খেয়ে বসে হতভম্ব বার্সেলোনা। ৬৮তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের ভলিতে স্কোরলাইন ৩-১ করেন সার্ব মিডফিল্ডার নেমানিয়া।

খানিক পর জালে বল পাঠিয়েছিলেন মেসি; কিন্তু অফসাইডের ফাঁদে কাটা পড়ে গোল। শেষ দিকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ছোট ডি-বক্সে পেয়েও আনসু ফাতি ঠিকমতো মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় বার্সেলোনার।

১১ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ২২।

২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। দিনের শেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে আসবে জিনেদিন জিদানের দল।