ক্লপের কাছে 'স্পেশাল', এমেরির চোখে ‘পাগলাটে’

গোলবন্যার ম্যাচে রং বদলালো বারবার। হাতবদল হলো লড়াইয়ের নিয়ন্ত্রণ। শেষ কবে কোনো ফুটবল ম্যাচে এতটা মজা পেয়েছেন তা মনে করতে পারছেন না লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। তার কাছে এটি তাই 'স্পেশাল'। আর্সেনাল কোচ উনাই এমেরির কাছে আবার ম্যাচটি 'পাগলাটে'।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 11:30 AM
Updated : 31 Oct 2019, 11:38 AM

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে বুধবার লিগ কাপে শেষ ষোলোর ম্যাচটি নির্ধারিত সময় ৫-৫ ড্রয়ে শেষ হয়। দিভোক ওরিগির শেষ মুহূর্তের গোলে সমতা টানে লিভারপুল। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

গত ৬৬ বছরে মাত্র দ্বিতীয় বারের মতো ঘরের মাঠে পাঁচ গোল হজম করে লিভারপুল। এর আগে ২০০৭ সালের জানুয়ারিতে লিগ কাপে আর্সেনালের কাছেই ৬-৩ গোলে হেরেছিল তারা।

নিজেদের শেষ ম্যাচে খেলা একাদশের সবাইকে বাইরে রেখে নেমেছিল দুই দলই। তরুণদের জন্য ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন ক্লপ।

“আমি জানি না কবে শেষ কোনো ফুটবল ম্যাচে আমি এতটা মজা পেয়েছিলাম।”

“ম্যাচের প্রতিটি মুহূর্ত আমি খুব উপভোগ করেছি। ছেলেরা অ্যানফিল্ডে নিজেদের প্রথম রাতটা সারা জীবন মনে রাখবে এটা ভেবে আমি খুব খুশি। … আজকে (বুধবার) যারা মাঠে এসেছে সবাই পেনাল্টি শুট আউটসহ ১৯টা গোল দেখল, এটা সত্যিই স্পেশাল।”

এমন পাগলাটে ম্যাচ সমর্থকরা উপভোগ করেছেন বলে মনে করেন আর্সেনাল কোচ এমেরি।

“সমর্থকদের, আমাদের এবং সবার জন্যই এটা ছিল অবিশ্বাস্য।”