ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকার শঙ্কায় পগবা

গোড়ালির গাঁটের চোটে ভুগতে থাকা মিডফিল্ডার পল পগবাকে ডিসেম্বরের আগে মাঠে ফিরে পাওয়ার সম্ভাবনা দেখছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2019, 06:26 AM
Updated : 28 Oct 2019, 06:26 AM

৩০ সেপ্টেম্বর আর্সেনালের সঙ্গে ১-১ ড্র ম্যাচে শেষ ইউনাইটেডের হয়ে মাঠে নেমেছিলেন পগবা। নরিচ সিটির মাঠে রোববার ৩-১ গোলে জয়ের পর ফরাসি এই ফুটবলারের মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন সুলশার।

“ডিসেম্বরের আগে ওকে আবার আমরা মাঠে দেখব বলে আমার মনে হয় না। কিছু দিনের জন্য সে মাঠের বাইরে থাকবে।”

“পুরোপুরি সেরে উঠতে তার সময় দরকার। দ্রুতই তার ফেরার সম্ভাবনা দেখছি না। আন্তর্জাতিক বিরতির পর শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে হয়তো সে ফিরতে পারে, কিন্তু সম্ভবত ডিসেম্বরের আগে আমরা তাকে দেখতে পারব না।”

"আমি তো আর ডাক্তার নই। কিন্তু চোটটা তার গোড়ালিতে। আর এটা সেরে উঠতে সময় লাগে।”

সুলশারের আশঙ্কা সত্যি হলে সব প্রতিযোগিতা মিলে কমপক্ষে পরের চারটি ম্যাচে বিশ্বকাপ জয়ী পগবাকে পাবে না ইউনাইটেড। আপাতত শেফিল্ডের সঙ্গে যে ম্যাচে পগবার ফেরার ক্ষীণ আশা দেখছেন কোচ, সেটি হবে ২৪ নভেম্বর।

চলতি লিগে এ পর্যন্ত ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে ইউনাইটেড।