আর্জেন্টিনার বিপক্ষে নেইমারবিহীন ব্রাজিল

জাতীয় দলের হয়ে আগের ম্যাচে পাওয়া চোট নেইমারকে ছিটকে দিল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে। পিএসজি তারকাকে বাইরে রেখে আগামী মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2019, 04:53 PM
Updated : 25 Oct 2019, 05:12 PM

আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। শুক্রবারের ঘোষিত দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় থাকা অ্যাস্টন ভিলার মিডফিল্ডার দগলাস লুইস ও রিয়াল মাদ্রিদের টিনএজ ফরোয়ার্ড রদ্রিগো।

গত ১৩ অক্টোবর নাইজেরিয়ার বিপক্ষে ব্রাজিলের ১-১ ড্র ম্যাচের শুরুর দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন নেইমার। তাকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে তখন জানিয়েছিল পিএসজি কর্তৃপক্ষ।

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রোমা গোলরক্ষক দানিয়েল ফুজাতো ও রিয়াল বেটিস ডিফেন্ডার এমেরসন। ব্রাজিলিয়ান লিগের খেলা থাকায় ঘরোয়া লিগে খেলা কাউকে দলে রাখেননি তিতে।

সৌদি আরবে আগামী ১৫ নভেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর আবু ধাবিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।