ভারতের দলকে হারাতে চাই: জামাল

জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভারতকে হারাতে পারেননি জামাল ভূইয়া। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে তাই ভারতের দল মোহনবাগানকে হারাতে মুখিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকচট্টগ্রাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 04:34 PM
Updated : 23 Oct 2019, 04:48 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপে ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪-২ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনী। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে গেছে মারুফুল হকের দল।

দশম মিনিটে চিনেডু ম্যাথিউর গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। চতুর্দশ মিনিটে দুদার্ন্ত ফ্রি-কিকে সমতা ফেরান আফিক্সাই থানাখান্তি। ২৩তম মিনিটে এগিয়েও যায় লাওসের দলটি। তবে পরে তিন গোল করে জয়ের উৎসবে মাতে স্বাগতিকরা। ৫৪তম মিনিটে রতকোভিচের হেডে সমতা ফেরার পর ৭১তম মিনিটে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন জামাল ভূইয়া। সাত মিনিট পর জামালের কর্নারে দিদিয়ের চার্লসের হেড জালে জড়ালে বড় জয় নিশ্চিত হয় বন্দর নগরীর দলটির।

টানা দুই ম্যাচের সেরা খেলোয়াড় জামাল জানালেন, আগামী শুক্রবার মোহনবাগানকে হারাতে মুখিয়ে আছেন তিনি। নিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ও জানান ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

“আমি মনে করি, ভালো অবস্থায় আছি। শেষ ২৫ দিন নিয়মিত অনুশীলন করেছি। সাফল্য পাওয়ার এটা একটা কারণ। আশা করি, এই সাফল্যের ধারা ধরে রাখত পারব।”

“আমরা প্রথমার্ধে ভালো খেলেছি। কিন্তু দুই গোল খেয়েছি। বিরতির সময় ট্যাকটিক্যাল দিকে কিছু পরিবর্তন করেছিলেন কোচ। এরপর ঘুরে দাঁড়িয়ে জিতেছি।”

“দুই গোল খাওয়ার পর সতীর্থদের বলেছিলাম ভীত হওয়া যাবে না। হতাশ, আতঙ্কিত হওয়া যাবে না। ভালো খেলতে হবে। তাহলেই ঘুরে দাঁড়ানো যাবে। লাওসের দলটি মালদ্বীপের টিসি স্পোর্টসের চেয়ে অনেক ভালো দল। দুই গোল খেয়েছি। তবে আমরাও দেখিয়েছি যে আমরা ভালো দল।”

“এটা (মোহনবাগান) ভারতের দল এবং আমরা ভারতের দলকে হারাতে চাই। শেষ ম্যাচে পুরো তিন পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে যেতে চাই। ওরা বিদায় হলে ব্যক্তিগতভাবে আমি খুশি হবো।”

এলিফ্যান্টস কোচ সালাভারাস দলের হারের কারণ হিসেবে বললেন, “অভিজ্ঞতার ঘাটতির কারণে হেরেছি। ওদের দলে বিদেশি খেলোয়াড়ও আছে। আমাদের সেটা নেই। তবে ছেলেরা ভালো লড়াই করেছে।”