এলিফ্যান্টসের বিপক্ষে রোমাঞ্চকর জয় চট্টগ্রাম আবাহনীর

বারবার বদলাল ম্যাচের রঙ। শুরুতে এগিয়ে যাওয়ার পর দুই গোল হজম করে পিছিয়ে পড়ল চট্টগ্রাম আবাহনী। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন গোলের উৎসব করে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ইয়াং এলিফ্যান্টসকে হারাল ২০১৫ সালের চ্যাম্পিয়নরা।

মোহাম্মদ জুবায়েরমোহাম্মদ জুবায়েরচট্টগ্রাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 03:04 PM
Updated : 23 Oct 2019, 04:46 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপে ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪-২ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে গেল মারুফুল হকের দল।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরা চট্টগ্রাম আবাহনী তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত। ডান দিক থেকে রহমত মিয়ার ক্রসে আরিফুর রহমানের হেড গোলরক্ষক শেষ মুহূর্তে পা দিয়ে কর্নারের বিনিময়ে ফেরান।

সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দশম মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। আরিফুরের ছোট পাস ধরে লুকা রতকোভিচ ডি-বক্সের বাম দিক দিয়ে ঢুকে কাট ব্যাক বাড়ান। ছোট ডি-বক্সের মধ্যে থাকা চিনেডু ম্যাথিউ নিখুঁত টোকায় জাল খুঁজে নেন। টিসি স্পোর্টসকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে জোড়া গোল করেছিলেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

স্বাগতিকদের এগিয়ে যাওয়ার স্বস্তি উবে যেতে সময় লাগেনি। একাদশ মিনিটে বক্সের ওপর থেকে এলিফ্যান্টসের ফরোয়ার্ড বনফাচান বনকংয়ের শট ক্রসবারে লেগে ফিরে আসার তিন মিনিট পর ২৫ গজ দূর থেকে দুদার্ন্ত ফ্রি-কিকে সমতা ফেরান আফিক্সাই থানাখান্তি।

২৩তম মিনিটে ফাউল করে প্রথম হলুদ কার্ড পাওয়া ইকবলজন আকরামোভের হাস্যকর ভুলে ৩৩ তম মিনিটে পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। ডি-বক্সের ভেতরে তালগোল পাকিয়ে উজবেকিস্তানের এই ডিফেন্ডার ভুল পাসে বল তুলে দেন প্রতিপক্ষের সোমেক্সে কেয়োহানামের পায়ে। ঠাণ্ডা মাথায় কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। মোহনবাগানের বিপক্ষে এলিফ্যান্টসের ২-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন কেয়োহানাম।

৫৪তম মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। বাঁ দিক থেকে অধিনায়ক জামাল ভূইয়ার ক্রসে রতকোভিচের হেড জালে জড়ায়। গতবারের চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের বিপক্ষেও এক গোল করেছিলেন সার্বিয়া মন্টেনেগ্রোর এই ফরোয়ার্ড। 

একের পর এক গোছানো আক্রমণে প্রতিপক্ষ রক্ষণে চাপ দিতে থাকা চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় ৭১তম মিনিটে। রহমতের লম্বা থ্রো এক ডিফেন্ডার ফেরানোর পর বল পেয়ে যান জামাল। বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক। একটু পর গোললাইন থেকে বল ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি এক ডিফেন্ডার।

৭৮তম মিনিটে জামালের বাঁকানো কর্নারে বল চার্লস দিদিয়েরের মাথা ছুঁইয়ে জালে জড়ালে আবারও এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

শেষ দিকে চিটপাসংয়ের শট ফেরান গোলরক্ষক মোহাম্মদ নেহাল। আফিক্সাইয়ের ফ্রি-কিক নেহালকে ফাঁকি দিলেও ক্রসবারে লেগে ফেরে। প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে লাওসের দলটি।

‘এ’ গ্রুপের অন্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের বিপক্ষে ২-০ গোলে জিতে মোহনবাগান।  মোহনবাগান ও এলিফ্যান্টস দুই দলেরই সংগ্রহ সমান ৩ পয়েন্ট। পয়েন্টের খাতা এখনও খুলতে পারেনি টিসি স্পোর্টস।