‘অসাধারণ’ স্টার্লিংয়ের প্রশংসায় গুয়ার্দিওলা

আতালান্তার বিপক্ষে ম্যাচে ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করা রহিম স্টার্লিংকে প্রশংসায় ভাসিয়েছেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচের মতে, পারফরম্যান্স এবং ফিটনেসের সমন্বয়ে ইংলিশ এই উইঙ্গার অসাধারণ এক ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 07:02 AM
Updated : 23 Oct 2019, 07:02 AM

ইতিহাদে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতালান্তাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গুয়ার্দিওলার শিষ্যরা। ৫৮ থেকে ৬৯- দ্বিতীয়ার্ধের এই ১১ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ান স্টার্লিং। ম্যাচে স্টার্লিংয়ের পারফরম্যান্সে মুগ্ধ গুয়ার্দিওলা।

“সবটুকু কৃতিত্বই তার। সে এমন একজন খেলোয়াড়,যার শারীরিক সামর্থ্য দারুণ। সে খুব শক্তিশালী। একটা ম্যাচ খেলার পরদিনই সে আরেকটা ম্যাচ খেলতে পারবে। তার পুনর্বাসন ক্ষমতা দারুণ। সে দুই দিকেই খেলতে পারে। সে একজন অসাধারণ খেলোয়াড়।”

পারফরম্যান্সের দিক থেকে স্টার্লিংয়ের আরও বেশি কিছু দেবার সামর্থ্য আছে বলেও মত স্প্যানিশ এই কোচের।

“(সে আরও ভালো করতে পারবে কিনা) এটা তার উপর নির্ভর করে। তবে তার মধ্যে সেই ইচ্ছাটা আছে। আরও ভালো করার, আরও ভালো হবার ইচ্ছা আছে তার।”