এসএ গেমসে মেয়েদের ফুটবল দল পাঠাবে না বাফুফে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2019 06:44 PM BdST Updated: 22 Oct 2019 06:57 PM BdST
-
ফাইল ছবি
কদিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বয়সভিত্তিক ও নারী ফুটবলে বাংলাদেশকে আরও জোর দেওয়ার পরামর্শ দিয়ে গেছেন। কিন্তু বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে সিদ্ধান্ত নিয়েছে এবারের দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) মহিলা ফুটবল দলকে না পাঠানোর।
আগামী ১ ডিসেম্বর নেপালের কাঠমাণ্ডু ও পোখারায় শুরু হবে এসএ গেমসের ত্রয়োদশ আসর। ভারতের গুয়াহাটি-শিলংয়ের গত আসরে মেয়েদের ফুটবলে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।
জাতীয় দলটি মূলত বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে গড়া। শক্তিশালী দলগুলোর বিপক্ষে খারাপ করলে তারা মানসিকভাবে ভেঙে পড়তে পারে-এটা ভেবে এসএ গেমসে দল না পাঠানোর কথা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
“মেয়েদের পূর্ণাঙ্গ একটি জাতীয় দল গড়ে তুলতে আমাদের আরও সময় লাগবে। তাই আমরা এই এসএ গেমসে মেয়েদের দল পাঠাচ্ছি না। আসলে আমাদের দল এখনও ভারত, নেপালকে হারানোর পর্যায়ে যায়নি।”
“আপনারা দেখেছেন যে ছেলেদের দলটিও বেশ কিছুদিন সময় নিয়ে এখন গুছিয়ে উঠেছে। মেয়েদের দলটি পরিণত হতেও সময় প্রয়োজন। নেপালে গিয়ে খারাপ করলে এই মেয়েরা মানসিকভাবে ভেঙে পড়তে পারে।”
“আমরা প্রায় প্রতিটি বয়সভিত্তিক আসরে মেয়েদের অংশগ্রহণ করাচ্ছি। দু-একটা বাদ দিলে আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না।
কোচ গোলাম রব্বানী ছোটনেরও মনে হচ্ছে তার দল ভারত, নেপালের সঙ্গে লড়াই করার পর্যায়ে পৌঁছায়নি।
“কর্তৃপক্ষ যেমন ভাল মনে করেছে তেমন সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমার কিছু বলার নেই। সত্যিকার অর্থে আমাদের মেয়েদের এ মুহূর্তে ভারত ও নেপালের সঙ্গে পেরে ওঠা কঠিন। কারণ এরা এখনও বয়সভিত্তিক দলে খেলে। হারলে নেতিবাচক প্রভাব পড়বে ওদের ওপর।”
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম