ডাকছে আইএসএল, ভাবছেন জামাল
ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2019 05:59 PM BdST Updated: 22 Oct 2019 05:59 PM BdST
জামাল ভূইয়াকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএলের ক্লাবগুলো। বাংলাদেশ অধিনায়কও আগ্রহী। তবে সিদ্ধান্ত নিতে চান ভেবে-চিন্তে।
গত ১৫ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক ভারতের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচে জামাল-ইয়াসিনদের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্থানীয়দের অনেকে।
এরপরই আইএসএলের দলগুলো কড়া নাড়ে জামালের দরজায়। ঘরোয়া লিগের দল সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার আগ্রহী দলের নাম না বললেও জানালেন প্রস্তাব পাওয়ার কথা।
“এজেন্ট আমার কাছে জানতে চেয়েছে, আমি আইএসএলে যোগ দিতে আগ্রহী কি-না। সাইফ স্পোর্টিং ক্লাবে আমার বর্তমান অবস্থা, চুক্তি-এসব বিষয়ও জানতে চেয়েছে।”
“আমাকে প্রথম ওদের চুক্তিপত্রের বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে। যদি তারা ভালো একটি চুক্তির প্রস্তাব দেয়, তাহলেই কেবল আগ্রহ দেখাব। তা না হলে না।”
আইএসএলে পাড়ি জমালে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ভারতের এই লিগে খেলবেন জামাল। ২০১৫ সালে সেসময়কার বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামকে দলে টেনেছিল আতলেতিকো ডি কলকাতা (এটিকে)।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম