ডাকছে আইএসএল, ভাবছেন জামাল

জামাল ভূইয়াকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএলের ক্লাবগুলো। বাংলাদেশ অধিনায়কও আগ্রহী। তবে সিদ্ধান্ত নিতে চান ভেবে-চিন্তে।

ক্রীড়া প্রতিবেদকচট্টগ্রাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 11:59 AM
Updated : 22 Oct 2019, 11:59 AM

গত ১৫ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক ভারতের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচে জামাল-ইয়াসিনদের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্থানীয়দের অনেকে।

এরপরই আইএসএলের দলগুলো কড়া নাড়ে জামালের দরজায়। ঘরোয়া লিগের দল সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার আগ্রহী দলের নাম না বললেও জানালেন প্রস্তাব পাওয়ার কথা।

“এজেন্ট আমার কাছে জানতে চেয়েছে, আমি আইএসএলে যোগ দিতে আগ্রহী কি-না। সাইফ স্পোর্টিং ক্লাবে আমার বর্তমান অবস্থা, চুক্তি-এসব বিষয়ও জানতে চেয়েছে।”

“আমাকে প্রথম ওদের চুক্তিপত্রের বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে। যদি তারা ভালো একটি চুক্তির প্রস্তাব দেয়, তাহলেই কেবল আগ্রহ দেখাব। তা না হলে না।”

আইএসএলে পাড়ি জমালে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ভারতের এই লিগে খেলবেন জামাল। ২০১৫ সালে সেসময়কার বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামকে দলে টেনেছিল আতলেতিকো ডি কলকাতা (এটিকে)।