নতুন ত্রয়ীর ভবিষ্যৎ নিয়ে রোমাঞ্চিত ভালভেরদে

মৌসুমে প্রথমবার একই ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও অঁতোয়ান গ্রিজমান। এইবারের বিপক্ষে বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা একসঙ্গে নিজেদের মেলে ধরতে পারায় খুশি দলটির কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 12:28 PM
Updated : 20 Oct 2019, 12:28 PM

লা লিগায় শনিবার এইবারের মাঠে বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচে শুরুতে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন গ্রিজমান। পরের দুটি গোল আসে তিন জনের সমন্বিত আক্রমণে; সুয়ারেসের পাস পেয়ে ব্যবধান বাড়ান মেসি আর মেসির নি:স্বার্থ পাস পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন সুয়ারেস। তিন জনের এমন দারুণ সমন্বয়েই রোমাঞ্চিত বোধ করছেন ভালভেরদে।

ক্লাবের হয়ে চতুর্থ যৌথ সর্বোচ্চ ১৮৪তম গোল দিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন সুয়ারেজ।

এইবারের বিপক্ষে তিন ফরোয়ার্ড যে রূপে নিজেদের মেলে ধরেছে ভবিষ্যতে ধারাবাহিকভাবে তার দেখা মিললে বার্সেলোনার জন্য হবে অসাধারণ। আর এই বিষয়টা ভেবেই রোমাঞ্চিত বোধ করছেন কোচ।

“এটা সময়ের ব্যাপার এবং তাদের একসঙ্গে ম্যাচ খেলার উপর নির্ভর করবে।”

“শেষ পর্যন্ত অবশ্য, গ্রেট খেলোয়াড়রা সবসময় একে অপরকে খুঁজে নেয় এবং বুঝতে পারে যে তাদের সতীর্থরা কোথায় থাকবে ও কোথায় পাস যাবে।”

“তারা একসঙ্গে খেলছে ও কঠোর পরিশ্রম করছে। এটা তারই পুরস্কার। তারা প্রত্যেকেই গোল করেছে, তারা একে অন্যকে বুঝতে পেরেছে।”