জয়ে ফিরল চ্যাম্পিয়ন সিটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2019 12:46 AM BdST Updated: 20 Oct 2019 12:49 AM BdST
দারুণ এক জয়ে আগের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠলো ম্যানচেস্টার সিটি। গাব্রিয়েল জেসুস ও দাভিদ সিলভার গোলে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার ২-০ গোলে জয় পায় পেপ গুয়ার্দিওলার দল। লিগে নিজেদের আগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।
শুরুতে অগোছালো ফুটবল খেলা সিটি প্রথমার্ধের শেষদিকে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
৩৯তম মিনিটে দলকে এগিয়ে নেন জেসুস। বের্নার্দো সিলভার ক্রসে ডি-বক্সের ভেতর থেকে ডাইভিং হেডে বল জালে জড়ান ব্রাজিলের এই ফরোয়ার্ড। সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলে এটি তার ৫০তম গোল।
৪১তম মিনিটে চমৎকার এক দলীয় আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে সিটি। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে ভাসিয়ে বল বাড়ান রাহিম স্টার্লিং। বল মাটি ছোঁয়ার আগেই ভলিতে বাকিটা সারেন সিলভা।

শেষদিকে প্যালেসের দুটি আক্রমণ দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন।
নয় ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। এখন পর্যন্ত শতভাগ সফল লিভারপুল ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
দিনের আরেক ম্যাচে মার্কোস আলোনসোর একমাত্র গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারানো চেলসি ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের চারে।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের