‘চট্টগ্রাম আবাহনী আমাদের চেয়ে ভালো ছিল’

মুকুট ধরে রাখার মিশনের শুরুতে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসকে চেনা চেহারায় দেখা যায়নি। হেরেছেও বড় ব্যবধানে। ম্যাচ শেষে তাই মালদ্বীপের দলটির অধিনায়ক আহমেদ ফারাহ মেনে নিলেন, তাদের চেয়ে ভালো খেলেছে চট্টগ্রাম আবাহনী।

ক্রীড়া প্রতিবেদকচট্টগ্রাম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2019, 04:02 PM
Updated : 19 Oct 2019, 04:03 PM

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে হারে টিসি স্পোর্টস।

অষ্টম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউয়ের গোলে পিছিয়ে পড়ার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইয়াসিন আরাফাত।

শুরুতে জোড়া গোল খেয়ে পিছিয়ে পড়া দলটির কোচ মোহম্মদ হামিদ ভ্রমণ ক্লান্তিকেও হারের কারণ হিসেবে দেখছেন।

“লম্বা জার্নি করে আমরা এখানে এসেছি। ছেলেরা ক্লান্ত ছিল। টুর্নামেন্টের একদিন আগে আমরা এখানে এসে পৌঁছেছি। পরিস্থিতি আমাদের জন্য কঠিন ছিল। আশা করি, পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে পারব।”

ক্লান্তির কারণ হিসেবে আয়োজকদের কাছ থেকে টিকেট পেতে দেরি হওয়ার অভিযোগ করেন অধিনায়ক ফারাহ। তবে চট্টগ্রাম আবাহনীর প্রশংসা করতে কোনো দ্বিধা করেননি তিনি।

“খুবই লম্বা জার্নি ছিল। বিরক্তিকর জার্নি ছিল। শুরুর দুই গোলে আমরা পিছিয়ে পড়েছিলাম। তবে মাঠে আজ আমাদের চেয়ে ভালো দল ছিল চট্টগ্রাম আবাহনী।”