ইনস্টাগ্রামে মেসির চেয়ে দ্বিগুণ আয় রোনালদোর

মাঠের লড়াইয়ে দুই জনের অবস্থান খুব কাছাকাছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পার্থক্যটা বিশাল। সময়ের আরেক সেরা খেলোয়াড় লিওনেল মেসির চেয়ে দ্বিগুণেরও বেশি আয় ক্রিস্তিয়ানো রোনালদোর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 12:33 PM
Updated : 16 Oct 2019, 12:33 PM

গত বারো মাসে ইনস্টাগ্রামে সর্বোচ্চ ৩ কোটি ৮০ লাখ পাউন্ড আয় করেছেন ইউভেন্তুস ফরোয়ার্ড রোনালদো। এই সময়ে বার্সেলোনা অধিনায়ক মেসির আয় ১ কোটি ৮০ লাখ পাউন্ড।

বাজ বিঙ্গো এক গবেষণায় ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টে তারকারা কত উপার্জন করেন তা তুলে ধরেছে। গত বারো মাসে প্রতিটি পোস্টের জন্য পর্তুগাল অধিনায়ক রোনালদোর আয় ৭ লাখ ৮০ হাজার পাউন্ড। মেসি প্রতিটির জন্য পেয়েছেন ৫ লাখ ১৮ হাজার পাউন্ড।

তাদের চেয়ে বেশ পিছিয়ে আছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। গত বছর ইনস্টাগ্রাম থেকে তিনি আয় করেছেন ৫৮ লাখ পাউন্ড। প্রতিটি পোস্টে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের প্রাপ্তি ৫ লাখ ৭৮ হাজার পাউন্ড।